অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বব্যাপী এখন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৯ লক্ষ ছাড়িয়ে গেছে


জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৯ লক্ষ ১২ হাজার ৯২৩ জন। প্রায় এক লাখ ১৯ হাজার লোকের মৃত্যু হয়েছে, যার মধ্যে শুধু যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৩ হাজারেরও বেশি লোকের।

যুক্তরাষ্ট্রে এখন আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৭৭ হাজার ৪৪২ জন।

এবং শুধু নিউ ইয়র্ক শহরে আক্রান্তের সংখ্যা এক লাখ ৯৫ হাজার।

এদিকে ভাইরাসের বিস্তার ঠেকাতে ঘরবন্দি ও লকডাউনসহ বিভিন্ন পদক্ষেপ আরও আগে নেয়া গেলে অনেক জীবন বাঁচানো যেতো বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ চিকিৎসা বিশেষজ্ঞ ডাঃ অ্যান্থনি ফাউসি।

নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক নিবন্ধ অনুযায়ী, ফাউসি ও অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তারা ফেব্রুয়ারিতেই যুক্তরাষ্ট্রে সামাজিক দূরত্বের নির্দেশনা জারি করার আহ্বান জানিয়েছিলেন কিন্তু প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তা প্রত্যাখ্যান করেন।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে। এখানে দৈনিক মৃত্যুর সংখ্যা এখনও অনেক বেশি হলেও মৃত্যুর সর্বোচ্চ শিখর শিগগিরই পার হবে বলে আশাবাদ জানিয়েছেন গভর্নর অ্যান্ড্রু কমো।

XS
SM
MD
LG