অ্যাকসেসিবিলিটি লিংক

হাইড্রক্সিক্লোরোকুইনের পরীক্ষামূলক ব্যবহার আপাতত বন্ধ


A pharmacy tech pours out pills of hydroxychloroquine at Rock Canyon Pharmacy in Provo, Utah, May 20, 2020.
A pharmacy tech pours out pills of hydroxychloroquine at Rock Canyon Pharmacy in Provo, Utah, May 20, 2020.

ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন, কোভিড-১৯ রোগ উপশমে কার্যকর হতে পারে, ডনাল্ড ট্রাম্প এর এই উক্তির পর এ বিষয়টি বেশ আলোচনায় আসে। তবে করোনা চিকিৎসায় এই ওষুধের ব্যবহার কতটা ফলপ্রসূ তা নিয়ে বিভিন্ন ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সন্দীহান ছিল।

করোনাভাইরাস সংক্রমিত রোগীর চিকিৎসায় কোনো ওষুধ না থাকার কারণে বিদ্যমান নানা ওষুধ নিয়ে পরীক্ষা চালাচ্ছেন চিকিৎসকরা, যার ফলে বিভিন্ন দেশে পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের।

তবে এই ওষুধ সেবনে অনেকের হৃদস্পন্দনে গুরুতর অস্বাভাবিকতা দেখা দিতে পারে বলে যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এফডিএ সতর্কবার্তা দিয়েছিল।

এর আগে ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থাও ক্লোরোকুইন ও হাইড্রক্সিক্লোরোকুইনের পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়ে সতর্ক করে বিবৃতি দিয়েছিল।

যার ফলশ্রুতিতে, এ ওষুধ প্রয়োগে কোভিড-১৯ রোগীর সুরক্ষা নিয়ে উদ্বেগ দেখা দিলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস সোমবার হাইড্রক্সিক্লোরোকুইনের পরীক্ষামূলক ব্যবহার আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছেন।

গেব্রিয়েসুস বলেন, কোভিড-১৯ রোগীদের ক্ষেত্রে হাইড্রক্সিক্লোরোকুইনের প্রয়োগ কতটা নিরাপদ, তার পর্যালোচনা চলছে, তার আগ পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহীরা এই ওষুধটির পরীক্ষামূলক ব্যবহার স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

XS
SM
MD
LG