অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অনেকখানি কমিয়ে আনার কথা চিন্তা করছে


পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের দু'জন কর্মচারীকে গতকাল সকালে অপহরণ করে অত্যাচারের পরিপ্রেক্ষিতে ভারত পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অনেকখানি কমিয়ে আনার কথা চিন্তা করছে। দূতাবাস সূত্রে জানা গিয়েছে, গতকাল সকালে ভারতীয় দূতাবাসের সরকারি গাড়ির দুই চালক কাজে বেরিয়ে ছিলেন। কাছাকাছি একটি পেট্রোল পাম্পে যখন তাঁরা গাড়িতে তেল ভরছিলেন তখন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের জনা পনেরো সদস্য তাঁদের ঘিরে ধরে তুলে নিয়ে চলে যায়। পরে রাতের দিকে তাঁদের ছেড়ে দেওয়া হলেও তাঁদের ওপর যে প্রচণ্ড অত্যাচার চলেছে, তার চিহ্ন তাঁদের সারা দেহে ছিল। ওই দুই চালক অভিযোগ করেছেন, তাঁদের অনেকক্ষণ ধরে বসিয়ে রেখে জেরা করা হয়েছে, তেষ্টা পেলে নোংরা জল খেতে দেওয়া হয়েছে, আর বলা হয়েছে, এখানেই শেষ না। এরপরে দূতাবাসের অন্য কর্মচারীদেরও ধরে ধরে এরকম ভাবে জেরা করা হবে। তাঁদের ছাড়ার সময় হাতে একটি স্বীকারোক্তি তুলে দিয়ে জোর করে তাতে সই করানো হয় বলে ওই চালক দুজনের অভিযোগ। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে একটি দুর্ঘটনা ঘটানোর অভিযোগও আনা হয়েছে। ওঁদের হাতে গলায় উরুতে এবং শরীরের আরও নানা জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ওঁরা বলেছেন, ওঁদের রড দিয়ে মারধর করা হয়েছে। ভারত এর তীব্র প্রতিবাদ করেছে। ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানের সঙ্গে এবার কুটনৈতিক সম্পর্ক আরও কমিয়ে আনা হবে। এমনিতেই গত আগস্ট মাসে কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর পাকিস্তান ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অনেকটাই কমিয়ে দিয়েছিল। এখন দু'দেশের কোথাও হাই কমিশনার নেই, তাঁদের হয়ে কাজ চালাচ্ছেন শার্জ-দ্যফেয়ার। ভারতের বক্তব্য, পাকিস্তানে ভারতীয় দূতাবাস কর্মীদের খুবই ভয়ে ভয়ে থাকতে হয়। যে কোনও সময় বাইরে বের হতে গেলেই তাঁদের তুলে নিয়ে গিয়ে অত্যাচার করা হতে পারে। অথচ ভারতে পাকিস্তানি দূতাবাসের কর্মচারীরা সহজেই ঘুরেফিরে বেড়ান, এমনকি তাঁরা যে কোনও লোকের সঙ্গে কথাও বলতে পারেন। গত ৩১শে মে দিল্লিতে এরকমই সন্দেহভাজন লোকের সঙ্গে কথা বলার সময় দু'জন পাকিস্তানি কূটনীতিককে ধরা হয়েছে এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে তাঁদের ভারত থেকে বের করে দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, ইসলামাবাদে গতকালের ওই ঘটনা তারই বদলা। এক দিকে চিন, অন্য দিকে পাকিস্তান, আর একদিকে নেপাল, এই ত্র্যহস্পর্শ ভারতকে রীতিমতো ভাবিয়ে তুলেছে‌। ভারতের বিদেশমন্ত্রক এখন এই তিন প্রতিবেশী দেশের কার্যকলাপ নিয়েই চিন্তিত।

দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা

সরাসরি লিংক


XS
SM
MD
LG