অ্যাকসেসিবিলিটি লিংক

আফগান কারাগারে ইসলামিক স্টেট এর হামলায় নিহত ২৯


jalalabad attack
jalalabad attack

পূর্ব আফগানিস্তানের শহর জালালাবাদে একটি কারাগারে ইসলামিক স্টেটের একটি মারাত্মক হামলায় বন্দী ও নিরাপত্তা কর্মীসহ কমপক্ষে ২৯ জন মারা গেছে এবং প্রায় ৫০ জন আহত হয়েছে।

রোরবার আরম্ভ হওয়া এই আক্রমনটি ২০ ঘন্টা স্থায়ী হয়। সেদিন স্থানীয় সময় সন্ধ্যার দিকে জালালাবাদের একটি কারাগারের প্রবেশপথে জঙ্গিরা গাড়িবোমা হামলা চালানোর পর এ সংঘর্ষ শুরু হয়।

গাড়িবোমা বিস্ফোরিত হওয়ার সঙ্গে সঙ্গে আইএস জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে; এসময় আরও কয়েকটি বিস্ফোরণের শব্দও শোনা যায় বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

হামলায় আইএসের ৩০ সদস্য অংশ নেয় বলে নানগারহার প্রদেশের রাজধানীর সাংসদ সোহরাব কাদেরি জানিয়েছেন।

সেনা প্রধান জেনারেল ইয়াসিন জিয়া ক্লিয়ারিং অভিযানের নেতৃত্ব দিতে সোমবার ঘটনাস্থলে পৌছান।

প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র ফাওয়াদ আমান আফগান চ্যানেল টলো নিউজকে বলেন, “কারাগারটি এখন আফগান সুরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

XS
SM
MD
LG