অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রাজিলের প্রেসিডেন্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধী আদালতে অভিযোগ দায়ের 


যুক্তরাষ্ট্রের পরেই বিশ্বে সংক্রমণ ও মৃত্যুর নিরীখে দ্বিতীয় স্থানে এখন ব্রাজিল এবং সেকারণেই ব্রাজিল এখন দক্ষিণ আমেরিকায় করোনা সংক্রমণের হট স্পট বলে বিবেচিত হচ্ছে I এতো সংক্রমণ, এতো মৃত্যুর পরেও ,স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করে, ব্রাজিলের প্রধান দুই শহর, সাও পাওলো ও রিও ডি জেনিরোতে ব্যবসা বাণিজ্য খুলে দেবার সিদ্বান্ত নেয়া হয় I

ব্রাজিলের স্বাস্থ্য কর্মীরা, করোনা সংক্রমণের প্রতি অবজ্ঞা, অনীহা এবং পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় বিশাল জনগোষ্ঠীর মৃত্যুর জন্য, প্রেসিডেন্ট জৈর বোলসোনারোর বিরুদ্ধে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে, দি হেইগের আন্তর্জাতিক অপরাধী আদালতে অভিযোগ দায়ের করেছে I

XS
SM
MD
LG