অ্যাকসেসিবিলিটি লিংক

হিমালয় সীমান্ত দখল করার চেষ্টা চীনা সৈন্যদের- অভিযোগ করেছে ভারত


India's Prime Minister Narendra Modi visits Himalayan region of Ladakh, July 3, 2020. (India's Press Information Bureau/Handout via Reuters)
India's Prime Minister Narendra Modi visits Himalayan region of Ladakh, July 3, 2020. (India's Press Information Bureau/Handout via Reuters)

ভারতীয় কর্তৃপক্ষ বলছে যে তাদের সৈন্যরা, চীনা সৈন্যদের উত্তর লাদাখ অঞ্চলে স্থিতাবস্থা পরিবর্তন করার একটি প্রচেষ্টা ব্যর্থ করেছে, যেখানে উভয় পক্ষই চার মাসেরও বেশি সময় ধরে বিতর্কিত হিমালয় সীমান্তে উত্তেজনাপূর্ণ অবস্থায় আবদ্ধ ছিল। তবে চীন এ অভিযোগ অস্বীকার করেছে।

সোমবার ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে যে চীনা সেনারা পূর্বের ঐকমত্যকে লঙ্ঘন করেছে এবং "উস্কানিমূলক ভাবে সামরিকবাহিনীর চলাচল শুরু করেছে" তবে সীমান্তে বাহ্যত এই নতুন বিস্তারিত কিছু জানায়নি।

বিবৃতিতে বলা হয়েছে যে ঘটনাটি শনিবার সংঘটিত হয়েছিল এবং ভারতীয় সেনারা "পেনগং তসো হ্রদের দক্ষিণ তীরে চীনা সৈ্ন্যদের এই পিএলএ তত্পরতা আগাম অনুমান করে আমরা আমাদের অবস্থান শক্তিশালী করেছি এবং একতরফা ভাবে সেখানকবর বাস্্তবতা পরিবর্তনের ইচ্ছা পরাস্ত করেছি।

বিবৃতিতে বলা হয়েছে, ভারত সংলাপে প্রতিশ্রুতিবদ্ধ তবে "তার আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সমানভাবে দৃঢ় প্রতিজ্ঞও।"

XS
SM
MD
LG