অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে হামলায় ৮ জন নিহত


Afghan security forces inspect the site of a car bomb attack that targeted Laghman provincial governors convoy, in Mihtarlam, Laghman Province, Oct. 5, 2020.
Afghan security forces inspect the site of a car bomb attack that targeted Laghman provincial governors convoy, in Mihtarlam, Laghman Province, Oct. 5, 2020.

আফগানিস্তানের লাগমন প্রদেশের গভর্নরের গাড়ি বহরকে লক্ষ্য করে গাড়ি বোমা হামলায় গভর্নরের চারজন দেহরক্ষীসহ কমপক্ষে আটজন নিহত হয়েছে। গভর্নর রহমতউল্লাহ ইয়ারমাল বেঁচে গিয়েছেন, তবে তিনি আহত হন এবং কমপক্ষে আরোও ৪০ জন আহত হন।

গভর্নর ইয়ারমালের মুখপাত্র আসাদুল্লাহ দোলাতজাই বলেছেন, সোমবার ভোরে এ হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক মারা গেছে।

এ ঘটনা ঘটল যখন আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ গনি কাতারের সাথে বৈঠকের উদ্দ্যেশ্যে দোহায় রয়েছেন।

প্রেসিডেন্টের উপ-মুখপাত্র দাওয়া খান মীনাপাল বলেন, প্রেসিডেন্ট গনি সেখানে আফগান সরকারি প্রতিনিধি দলের সাথে সাক্ষাত করবেন, যারা কিনা এ মুহুর্তে তালেবানের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে।

১২ ই সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রায় তিন সপ্তাহের আলোচনার পরে এখনও দলগুলো কোন চূড়ান্ত সিদ্ধন্তে আসতে পারেনি। মনে করা হচ্ছে এ আলোচনা দীর্ঘ ও জটিল হবে।

XS
SM
MD
LG