অ্যাকসেসিবিলিটি লিংক

চট্টগ্রামে বাড়ছে করোনা সংক্রমন: কঠোর প্রশাসন


চট্টগ্রামে বাড়ছে করোনা সংক্রমন: কঠোর প্রশাসন
please wait

No media source currently available

0:00 0:02:34 0:00

শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে চট্টগ্রামে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। গেল ২৪ ঘন্টায় এক হাজার ৫০১টি নমুনা পরীক্ষা করে করোনা সনাক্ত করা হয়েছে ১৬১জনকে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী এর মধ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়ে গেছে।

শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে চট্টগ্রামে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। গেল ২৪ ঘন্টায় এক হাজার ৫০১টি নমুনা পরীক্ষা করে করোনা সনাক্ত করা হয়েছে ১৬১জনকে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী এর মধ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়ে গেছে।
এদিকে জনগনের মধ্যে গণসচেতনতা তৈরি, বাধ্যতামুলক মাস্ক ব্যবহার করতে চট্টগ্রামের জেলা প্রশাসন ৮জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিশেষ অভিযান শুরু করেছে। মাস্ক পরিধান না করায় ৩০জনকে আটক করে ৬ ঘন্টার আটকাদেশও দেয়া হয়। পাশাপাশি ভ্রাম্যমান আদালত জরিমানাও করছে।
করোনায় আক্রান্তের সংখ্যা বাড়লেও মাস্ক ব্যবহারে সবচেয়ে বেশি উদাসীন তরুণরা। সাধারণ মানুষের মধ্যে মাস্ক ব্যবহার নিয়ে উদাসীনতা লক্ষ্য করা গেছে। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে নগরবাসীর মধ্যে সচেতনতা বাড়িয়ে মাস্ক পরানোই এই অভিযানের অন্যতম লক্ষ্য বলে জানান অভিযানে নেতৃত্ব দেয়া জেলা প্রশাসনের ম্যাজিস্টেট।
সতর্ক ও জরিমানা করার পরেও কেউ মাস্ক না পরে বাইরে চলাফেরা না করলে তাদের বিরুদ্ধে প্রশাসন আরো কঠোর হবে বলে জানান ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেটরা। হাসান ফেরদৌস, চট্টগ্রাম।
XS
SM
MD
LG