অ্যাকসেসিবিলিটি লিংক

সেনেটে ট্রাম্পের অভিশংসনের ধারা আনুষ্ঠানিকভাবে প্রেরণ


সেনেটে ট্রাম্পের অভিশংসনের ধারা আনুষ্ঠানিকভাবে প্রেরণ
সেনেটে ট্রাম্পের অভিশংসনের ধারা আনুষ্ঠানিকভাবে প্রেরণ

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ স্থানীয় সময় সোমবার রাতে , সেনেটে অভিশংসন বা ইমপিচমেন্টের ধারা আনুষ্ঠানিকভাবে যেখানে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিদ্রোহ ও ক্যাপিটল ভবনে সমর্থকদের হামলায় উস্কানি দেয়ার জন্য অভিযুক্ত করা হয়েছে I

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ স্থানীয় সময় সোমবার রাতে, সেনেটে অভিশংসন বা ইমপিচমেন্টের ধারা আনুষ্ঠানিকভাবে প্রেরণ করেছে, যেখানে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিদ্রোহ ও ক্যাপিটল ভবনে সমর্থকদের হামলায় উস্কানি দেয়ার জন্য অভিযুক্ত করা হয়েছেI

সেনেটে তাঁর বিচারপর্ব ৮ই ফেব্রুয়ারি থেকে যে সপ্তা শুরু হচ্ছে সেই সময়ে সেটা ধার্য করা হয়েছেI যে সব বিধায়ক ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করবেন এবং যারা ট্রাম্পকে সমর্থন করবেন তাতে উভয় পক্ষকে প্রস্তুতির জন্য ডেমোক্র্যাট ও রিপাব্লিকানরা কিছুটা সময় দিতে রাজি হলে, এই তারিখ ধার্য করা হয়I এই অতিরিক্ত সময়ে সেনেটের পক্ষে বাইডেন মনোনীত মন্ত্রীদের স্বপদে নিশ্চিত করা সম্ভব হবে।

প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পকে দোষী সাব্যস্ত করতে সেনেটে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হবে। বর্তমানে সেনেটে ৫০ টি আসন রিপাবলিকান এবং ৫০ টি আসন ডেমোক্র্যাটদের মধ্যে বিভক্ত হওয়ায়, ১৭ জন রিপাবলিকান সেনেটরকে ট্রাম্পের বিরুদ্ধে রায় দিতে হবেI

যদি ট্রাম্প দোষী সাব্যস্ত হন, তা হলে পৃথক ভাবে নেয়া সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোট ট্রাম্পের আবারো কোন সরকারী পদে অধিষ্ঠিত হবার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে।

ট্রাম্প যুক্তরাষ্ট্রের ২৪৫ বছরের ইতিহাসে একমাত্র আমেরিকান প্রেসিডেন্ট যাকে দুবার অভিসংশিত করা হয়েছে। নভেম্বরের নির্বাচনের আগে জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত করতে ইউক্রেনের ওপর চাপ সৃষ্টি করার অভিযোগে প্রতিনিধি পরিষদ তাকে অভিযুক্ত করেছিল, কিন্তু গত ফেব্রুয়ারিতে সেনেট ট্রাম্পকে অব্যাহতি দিয়েছিল।

XS
SM
MD
LG