অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারে সামরিক বাহিনীর ক্ষমতা দখল: যথার্থ ব্যবস্থা নিতে বাইডেনের সংকল্প


মিয়ানমারে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আইন পর্যালোচনা করে দেখা হবে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেন,

"প্রায় এক দশক ধরে, বার্মার জনগণ, নির্বাচন, বেসামরিক প্রশাসন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য অবিচ্ছিন্নভাবে কাজ করে চলেছে,"। গণতন্ত্রে উত্তরণের সময়, ওয়াশিংটন মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছিল।

বিবৃতিতে বলা হয়েছে, " মিয়ানমারে গণতান্ত্রিক ধারার বিপরীতমুখী যে পরিবর্তন হল, তাতে করে অবিলম্বে নিষেধাজ্ঞা আইন পর্যালোচনা করা জরুরী হয়ে পড়েছে। তারপরে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। বিবৃতিতে, অন্যান্য দেশকেও এটি করার আহ্বান জানানো হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশ, পাশাপাশি জাতিসংঘের মত যুক্তরাষ্ট্রও মিয়ানমার সেনাবাহিনী কতৃক দেশটি দখলের বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে এবং আটক রাজনৈতিক নেতাদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।

XS
SM
MD
LG