অ্যাকসেসিবিলিটি লিংক

সংক্রমন মোকাবেলায় চট্টগ্রামে বিনোদন কেন্দ্র ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা


সংক্রমন মোকাবেলায় চট্টগ্রামে চিড়িয়াখানাসহ সকল বিনোদন কেন্দ্র ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসান। বেশী সংক্রমন এলাকায় নিষিদ্ধ করা হয়েছে সকল ধরনের জনসমাগম। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই নির্দেশনা জারি করা হয়। এদিকে গেল ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনা রোগী সনাক্ত করা হয়েছে ২৮৭ জন। মারা গেছে দুই জন। সংক্রমনের হার ২৫ দশমিক ৭৩ শতাংশ। এদিকে সংক্রমন মোকাবেলায় গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহণ তদারকিতে নেমেছে চট্টগ্রামের পুলিশ প্রশাসন। তবে, পরিবহণ ভাড়া বৃদ্ধিতে ক্ষোভ জানিয়েছেন সাধারণ যাত্রীরা। সংক্রমন বেড়ে যাওয়ায় সরকারকে আরো কঠোর হওয়ার কথা বলছেন চট্টগ্রামের চিকিৎসকরা। এ জন্য গণ সচেতনতা বাড়ানোর কথা বলছেনও তারা। পরিস্থিতি মোকাবেলায় আইসুলেশন সেন্টার এবং ফিল্ড হাসপাতাল চালু করা হবে বলে জানান চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: হাসান শাহরিয়ার। স্বাস্থ্য দফতর জানিয়েছে, চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪০ হাজার। মারা গেছে ৩৮৮জন। হাসান ফেরদৌস, চট্টগ্রাম।
XS
SM
MD
LG