অ্যাকসেসিবিলিটি লিংক

আবারও লকডাউনে বাংলাদেশ


আবারও লকডাউনে বাংলাদেশ
please wait

No media source currently available

0:00 0:02:46 0:00
করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় সরকার ৫ এপ্রিল থেকে আবারও এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে। এই লকডাউনকে ঘিরে সাধারণ মানুষেরা কি বলছেন। নাসির হোসেন বলেন- লকডাউন শুরু হলে নিয়ম হলো শহরের লোক যেখানে আছে সেখানেই থাকবে তার বাইরে যাবেনা। করোনা থেকে রক্ষা পেতে অনেক জরুরী সেবাদান প্রতিষ্ঠান গুলো সামাজিক দূরত্ব বজায় রেখে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। লকডাউনের খবর শুনে সকাল থেকেই গ্রাহকের ভিড় অনেক বেশী। আমরা চেষ্টা করছি স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে সেবা দেয়ার বলেন প্রিমিয়ার ব্যাংকের কর্মকর্তা মোঃ হাসিনুর রহমান। তবে ঈদকে সামনে রেখে দোকান মালিক সমিতির সভাপতি সরকারের কাছে চার ঘন্টা ব্যবসা করার সুযোগ চেয়েছেন। দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন- আমরা সরকারের কাছে প্রতিদিন মাত্র ৪ ঘন্টা ব্যবসা করার চাই। আমরা ১০০% স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখবো। দিন দিন রাস্তাঘাটে যেমন ভিড় বেড়েছে, রাস্তায় মাস্ক ছাড়া মানুষের ঘোরাঘুরি বাড়ছে সেই সাথে মানুষের মধ্যে সচেতনতার অভাব দেখা দিয়েছে। আর তাই প্রতিদিন হাসপাতালগুলোতে মৃতের সংখ্যা বেড়ে চলেছে, বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যাও। ঢাকা থেকে নাসরিন হুদা বিথীর রিপোর্ট।
XS
SM
MD
LG