অ্যাকসেসিবিলিটি লিংক

খেটে খাওয়া মানুষের দুর্বিষহ জীবনযাপন


খেটে খাওয়া মানুষের দুর্বিষহ জীবনযাপন
please wait

No media source currently available

0:00 0:02:56 0:00
খেয়ে না খেয়ে দিন কাটছে এমন অসহায় মানুষদের নির্ভর করতে হচ্ছে অন্যের উপর। যদি কারো কাছ থেকে কোন সাহায্য পায়। তেমনি একজন বলেন- আগে মানুষ চাকরি-বাকরি করছে চাইলে পাঁচ টাকা দশ টাকা দিত। এখন টাকা চাইলে বলে আমাদের চাকরি নাই তোমাদের কোথা থেকে দেব। অন্যদিকে লকডাউনের কারনে রিক্সাওয়ালারা প্যাসেঞ্জার না পেয়ে মানবেতর জীবনযাপন করছে।

করোনার নিদারুণ কষাঘাতে সাগরের ঢেউয়ের মতো ক্ষুধার জ্বালা আছড়ে পড়ছে। এমন খেটে খাওয়া মানুষদের কেউ দিলে খায়, আর না দিলে উপোস থেকে যায়।

যে সব দরিদ্র মানুষ খাবারের কষ্টে আছেন তাদের আয় কমে গেছে এসময় তারা আয় করতে পারছেন না। এমনকি ভিক্ষা চেয়েও অনেকে সহায়তা পাচ্ছে না বলছেন অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ।

এখনই ভাবতে হবে কি করে এই বিপুল সংখ্যক মানুষের খাদ্য নিরাপত্তা দেয়া যায়, কি করে স্বাভাবিক জীবন যাত্রার নিরাপত্তা দেয়া যায় বলছেন বিশেষজ্ঞরা। ঢাকা থেকে নাসরিন হুদা বিথীর রিপোর্ট।
XS
SM
MD
LG