অ্যাকসেসিবিলিটি লিংক

ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে কি বিশ্বাসযোগ্যতা হারাচ্ছেন বাংলাদেশের সাংবাদিকরা?


বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন বাকস্বাধীনতার এক বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছে। যার ফলস্বরূপ, বাংলাদেশের সাংবাদিকরা বিশ্বাসযোগ্যতা হারাচ্ছেন।তবে সাংবাদিকরা বলছেন ডিজিটল নিরাপত্তা আইনের মামলার ভয় দেখিয়ে তাদের বাকস্বাধীনতার শ্বাসরোধ করা হচ্ছে। বিভিন্ন সংবাদ সংস্থার আঞ্চলিক সংবাদদাতারা বলছেন, ক্ষমতাসীন দলের নেতাদের দুর্নীতি সম্পর্কে প্রতিবেদন করার কারণে ক্ষোভের মুখোমুখি হতে হচ্ছে, ডিএসএর দ্বারা হয়রানি করা হচ্ছে। বাংলাদেশের আঞ্চলিক সাংবাদিকরা ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সাথে কথা বলেছেন যারা তাদের অভিজ্ঞতার কথা বলেছেন। আরএসএফের এশিয়া প্যাসিফিকের প্রধান ড্যানিয়েল বাস্টার্ড বলেন যে তারা এই আইনটি বাতিল করার পক্ষে মত দিচ্ছেন কারণ আরএসএফ মনে করে যে এটি অসাংবিধানিক এবং মত প্রকাশের স্বাধীনতায় আন্তর্জাতিক রীতিনীতিগুলির সাথে প্রাসঙ্গিক নয়।
XS
SM
MD
LG