অ্যাকসেসিবিলিটি লিংক

বয়ন শিল্পের ইতিহাসে ঐতিহ্য আর আভিজাত্যের জায়গা দখল করে আছে জামদানি শিল্প


ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এ শিল্পের সাথে জড়িত প্রায় আড়াই হাজার কারিগর। যার বেশির ভাগই তরুণ। করোনা মহামারীতে একেবারে টালমাটাল জীবনযাপন করছেন তারা। অন্য কোন কাজের অভিজ্ঞতা না থাকায় এসব তরুণ কারিগর পেশারও পরিবর্তন করতে পারছেনা। রূপগঞ্জের তারাবোর জামদানী পল্লীতে একেবারেই ক্রেতা শূণ্য। এমন পরিস্থিতিতে মারাত্বক হুমকির মুখে পড়েছে ঐতিহ্যবাহী জামদানি শিল্প। রূপগন্জের তারাবো থেকে ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন শরীফ মুজিব।

XS
SM
MD
LG