অ্যাকসেসিবিলিটি লিংক

পরিবেশকে বাঁচাতে হলে প্রতিটি ক্ষেত্রে সমন্বয় প্রয়োজন


পরিবেশকে বাঁচাতে হলে প্রতিটি ক্ষেত্রে সমন্বয় প্রয়োজন
please wait

No media source currently available

0:00 0:02:03 0:00

প্রতিবছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।প্রকৃতি না বাঁচলে মানবজাতী বিপন্ন হয়ে যাবে সে দিক বিবেচনা করে ১৯৭৪ সাল থেকে জাতিসংঘ পরিবেশসম্পর্কে জনগণকে সচেতন করার উদ্দেশ্যে প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালন করা শুরু করে।যেভা‌বে পৃথিবীর উষ্ণতা বাড়ছে ভূগর্ভে সঞ্চিত জল ও জ্বালানি তলানিতে এসে ঠেকেছে।
পরিবেশ সম্পর্কে ভয়েস অফ আমেরিকাকে বিস্তারিত বলেন পরিবেশবিদ স্থপতি ইকবাল হাবিব।তিনি ব‌লেন-পরিবেশকে আপাতত ধ্বংস করে আমরা আমাদের শিল্পায়নও উন্নয়ন করছি
এই যে স্বল্প সময়ে লাভের চিন্তা করে উন্নয়ন এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্যের কারণ।প্রতিদিন ঢাকা শহরে গড়ে উঠছে অনিয়মতান্ত্রিক হারে অট্টালিকা আর কাটা হচ্ছে পরিবেশবান্ধব গাছ।বিশেষ কোনো শক্তির কাছে জিম্মি হয়ে পরিবেশকে রক্ষা করা যাচ্ছে না বলছেন বিশেষজ্ঞরা।

XS
SM
MD
LG