অ্যাকসেসিবিলিটি লিংক

৯ জন কাতালোনিয় বিচ্ছিন্নতাবাদীর প্রতি স্প্যানিশ প্রধানমন্ত্রীর ক্ষমা ঘোষণা


Pro-independence demonstrators gather during a protest against Spain's prime minister Pedro Sanchez outside the Gran Teatre del Liceu in Barcelona, Spain, Monday, June 21, 2021. Sanchez's said Monday that the Spanish Cabinet will approve pardons for…
Pro-independence demonstrators gather during a protest against Spain's prime minister Pedro Sanchez outside the Gran Teatre del Liceu in Barcelona, Spain, Monday, June 21, 2021. Sanchez's said Monday that the Spanish Cabinet will approve pardons for…

স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ সোমবার বলেছেন যে, ২০১৭ সালে  কাতালানদের স্বাধীনতা আন্দোলনের সময় রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত নয় জন কাতালান বিচ্ছিন্নতাবাদীকে তিনি ক্ষমা করবেন।

স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ সোমবার বলেছেন যে, ২০১৭ সালে কাতালানদের স্বাধীনতা আন্দোলনের সময় রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত নয় জন কাতালান বিচ্ছিন্নতাবাদীকে তিনি ক্ষমা করবেন।

সানচেজ বলেছেন, তাঁর মন্ত্রিসভা মঙ্গলবার এই ক্ষমা প্রার্থনা মঞ্জুর করবেন।

২০১৭ সালে নিষিদ্ধ বিচ্ছিন্নতার গণভোট অনুষ্ঠিত করার জন্য বারোজন বিচ্ছিন্নতাবাদীকে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং দীর্ঘ কারাদন্ড দেওয়া হয়েছিল। গণভোটের ফলাফল প্রকাশের কয়েকদিন পর তারা স্বাধীনতার ঘোষণা দেয়। তবে ইউনিয়নবাদীরা এই গণভোট বর্জন করেছিল, এবং তা করা হয়েছিল বিপুলসংখ্যক পুলিশ বাহিনীর উপস্থিতির মাধ্যমে যারা এটা থামাতে চেয়েছিল ।

XS
SM
MD
LG