অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ আফ্রিকার আদালতে প্রাক্তন প্রেসিডেন্ট জুমার আপিলের শুনানী শুরু


FILE — Former South African President Jacob Zuma, sits in the High Court in Pietermaritzburg, South Africa, Wednesday May 26, 2021, at the start of his corruption trial. Judgement handed down Tuesday, June 29, 2021 in the Constitutional Court, has…
FILE — Former South African President Jacob Zuma, sits in the High Court in Pietermaritzburg, South Africa, Wednesday May 26, 2021, at the start of his corruption trial. Judgement handed down Tuesday, June 29, 2021 in the Constitutional Court, has…

সোমবার দক্ষিণ আফ্রিকার একটি আদালত প্রাক্তন প্রেসিডেন্ট জ্যাকব জুমার দীর্ঘ কারাদণ্ডের বিষয়ে তার পক্ষ থেকে আপিলের শুনানি শুরু করেছে। এর আগে তার কারাদণ্ডের প্রতিবাদে সহিংস বিক্ষোভ হয়।  

সোমবার দক্ষিণ আফ্রিকার একটি আদালত প্রাক্তন প্রেসিডেন্ট জ্যাকব জুমার দীর্ঘ কারাদণ্ডের বিষয়ে তার পক্ষ থেকে আপিলের শুনানি শুরু করেছে। এর আগে তার কারাদণ্ডের প্রতিবাদে সহিংস বিক্ষোভ হয়।

রয়টার্সের সুত্র মতে, জুমার আইনজীবীরা ৭৯ বছর বয়সী জুমাকে মুক্তি দেওয়ার আবেদনের পক্ষে আদালতকে বলেছেন যে, সাংবিধানিক আদালত তার অনুপস্থিতিতে অন্যায়ভাবে এই সাজা কার্যকর করেছিলেন।

জুমার প্রায় ৯ বছরের শাসনামলে সংঘটিত দুর্নীতির ব্যাপক অভিযোগ অনুসন্ধানে একটি বিশেষ তদন্তে হাজিরা দিতে ব্যর্থ হওয়ায় এবং আদালত অবমাননার দায়ে তিনি দোষী সাব্যস্ত হন। তিনি গত সপ্তাহে তাঁর জন্মস্থান কাওয়াজুলু-নাতাল প্রদেশের এক কারাগারে ১৫ মাসের কারাজীবন শুরু করেন।

২০১৮ সালে জুমার প্রায় ৯ বছরের শাসনামলের অবসান ঘটে।

তাঁর আইনজীবীরা আরও যুক্তি দিচ্ছেন যে কারাগারে থাকাকালীন তিনি কোভিড-১৯ সংক্রমনের ঝুঁকিতে পড়বেন। জুমা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার এবং ঐ তদন্তে হাজিরা দিতে অস্বীকার করেছেন যা কিনা তার শাসনামলের শেষ সপ্তাহগুলোতে শুরু হয়েছিল ।

XS
SM
MD
LG