অ্যাকসেসিবিলিটি লিংক

ড্রোনে তোলা ভিডিওতে চীনের বন্যা বিধ্বস্ত এলাকা


ড্রোনে তোলা ভিডিওতে চীনের বন্যা বিধ্বস্ত এলাকা
please wait

No media source currently available

0:00 0:01:32 0:00
চীনের মধ্যাঞ্চলীয় একটি শহরে ঐতিহাসিক দুর্যোগে বৃহস্পতিবার শহরজুড়ে গাড়ির স্তুপ ছড়িয়ে ছিটিয়ে ছিল। শোকাহত বাসিন্দারা বন্যা বিধ্বস্ত এলাকা থেকে জিনিসপত্র কুড়িয়ে নিচ্ছিলেন। ঐ দুর্যোগে কমপক্ষে ৩৩ জন প্রান হারিয়েছেন। উদ্ধার তৎপরতা চলছে এবং শত শত মানুষ তাদের স্বজনদের খোঁজ করছেন।

আবহাওয়া কর্মকর্তারা বলছেন, ঝেংঝো শহরে অস্বাভাবিক ভাবে মাত্র তিন দিনে এক বছরের সমান বৃষ্টি হয়। ফলে তাৎক্ষনিকভাবে ড্রেনের পানি উপচে রাস্তাঘাট, টানেল ও পাতাল রেল ব্যবস্থায় কাদা পানি ছড়িযে পড়ে।

বন্যায় ঐ অঞ্চলের লাখ লাখ মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছিল। ডুবে গিয়েছিল খামারের জমি, রাস্তাঘাট ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

(এএফপি)
XS
SM
MD
LG