অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বাইডেনের সাফল্য প্রসঙ্গে বিশেষজ্ঞের বিশ্লেষণ


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পসহ তাঁর রাজনৈতিক বিরোধীদের পরোক্ষ সমালোচনাই করলেন যখন তিনি যুক্তরাষ্ট্রের অর্থনীতির পুনরুদ্ধারের কথা তুলে ধরেন যা কীনা তাঁর দায়িত্ব গ্রহণের প্রথম ছয় মাসে দ্রুত সম্পন্ন হয়েছে। তবে কোন কোন অর্থনীতিবিদ উদ্বেগ প্রকাশ করছেন যে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়িয়ে তোলার ব্যাপারে তাঁর প্রশাসনের আগ্রাসী প্রচেষ্টার বিপরীত প্রতিক্রিয়া হতে পারে। এ নিয়ে ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক একান্ত সাক্ষাত্কারে লন্ডন থেকে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সাবেক প্রতিবেদন-পরিচালক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. সেলিম জাহান বলেন তিনি মনে করেন বাইডেন প্রশাসনের অর্থনৈতিক সাফল্য অব্যাহত থাকবে কারণ তাঁর প্রশাসন বেশ কিছু প্রায়োগিক পদক্ষেপ নিয়েছে। সাক্ষাত্কারটি নিয়েছেন ভয়েস অফ আমেরিকার আনিস আহমেদ :

XS
SM
MD
LG