অ্যাকসেসিবিলিটি লিংক

ম্যারিল্যান্ডের একটি গরুর খামারে প্রাকৃতিক উপায়ে দুধ সংগ্রহ


ম্যারিল্যান্ডের নক্সভিলে ১১৮ একরের একটি গরুর খামারের মালিক মায়রন মার্টিন। খামারটি থেকে তিনি প্রতিদিন প্রায় ৪৫ কিলো দুধ পান। মার্টিন বলছিলেন,"প্রচলিত বিশ্বে গরুকে ৯ কিলো শস্য খাওয়ানো হয় এবং কম্পিউটারাইজ প্রযুক্তির মাধ্যমে যতটুকু দুধ প্রয়োজন তা সংগ্রহ করা হয়। যা আসলে দুধের উপাদানগুলোকে পরিবর্তন করে ফেলে। এতে ওমেগা-৬ বেড়ে যায়, যা খারাপ চর্বি। যখন আপনি গরুকে কেবলমাত্র ঘাসই খাওয়াবেন, তখন ওমেগা-৬ ও ওমেগা-৩ এর ভারসাম্যে তা ১ হবে।" আর কারণেই তিনি তার খামারের গরুগুলোকে কেবল ঘাসই খেতে দেন। অনুসরণ করেন সুনির্দিষ্ট একটি পদ্ধতি। ভয়েস অফ আমেরিকার Jeff Swicord এর প্রতিবেদন থেকে জানাচ্ছেন তাওহীদুল ইসলাম।
XS
SM
MD
LG