অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে তালিবানপন্থিরা কি নারী স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন!


গত মাসে তালিবান কাবুল দখল করার মধ্য দিয়ে আফগানিস্তানে তাদের শাসন প্রতিষ্ঠা প্রায় নিশ্চিত করলো। তালিবানের এই ক্ষমতা দখলে বাংলাদেশেও কট্টরপন্থিরা উল্লাস প্রকাশ করেছে। তালিবানকে নিয়ে যে নানান রকমের উদ্বেগ উত্কন্ঠা রয়েছে, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দিকটা হচ্ছে সেখানকার নারীদের ভবিষ্যত্ নিয়ে। কুড়ি বছর আগে তালিবান যখন ক্ষমতায় ছিল তখন তারা কার্যত নারীদের গৃহবন্দি করেছিল, মেয়েদের শিক্ষা নিষিদ্ধ করা হয়েছিল। এবারের অবস্থান ভিন্ন বলে তারা দাবি করলেও অবস্থা এখনও প্রায় একই রকম। বাংলাদেশে তালিবান পন্থিরা নারী স্বাধীনতার প্রতি কি হস্তক্ষেপ করতে পারে। ভয়েস অফ আমেরিকার সেই প্রশ্ন ছিল বাংলাদেশের বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী, নারী অধিকারের বিষয়ে সোচ্চার, শিক্ষয়িত্রী সঙ্গীতা ইমাম। আর ওয়াশিংটন থেকে তাঁর সঙ্গে কথা বলেছেন ভয়েস অফ আমেরিকার আনিস আহমেদ।
XS
SM
MD
LG