অ্যাকসেসিবিলিটি লিংক

‘একাত্তরের কারাবাস’ ছবির চিত্রনাট্যকার ও নির্মাতার সঙ্গে কিছু কথা


বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপিত হচ্ছে গত বছর থেকে। এই জন্ম শতরার্ষিকীতে আমরা ‘একাত্তরের কারাবাস’ নামের একটি ব্যতিক্রমধর্মী প্রামাণ্য চিত্রের কথা জেনেছি যে ছবিতে ১৯৭১ সালে পাকিস্তানি কারাগারে বন্দি থাকার বিবরণ নাটকীয় উপস্থাপনায় চিত্রায়িত হয়েছে। ছবিটিকে তাই এর নির্মাতা ডকু-ড্রামা বলেও অভিহিত করেছেন। ছবিটির নির্মাণে , কাহিনী তৈরিতে এবং পরিচালনায় ছিলেন নিউ ইয়র্ক বাসী চিকিত্সক ও সাহিত্যের রচয়িতা ড. সিনহা মনসুর। ওয়াশিংটন থেকে তাঁর সঙ্গে কথা বলেছেন ভয়েস অফ আমেরিকার আনিস আহমেদ:

XS
SM
MD
LG