অ্যাকসেসিবিলিটি লিংক

কোভিড ১৯-এর বিভিন্ন প্রকরণ : একটি বিশ্লেষণমূলক সাক্ষাতকার


গত বছরে কোভিড ১৯-এর টিকার ব্যাপক আমাদের আত্মবিশ্বাসী করে তুলেছিল যে কোভিড বোধ হয় আর আমাদের সংক্রমিত করতে পারবে না । কিন্তু এই আশার বিপরীতে গত বছরই আমরা দেখলাম কোভিড ১৯-এর আরেকটি নতুন প্রকরণ ওমিক্রন ছড়িয়ে পড়ছে , প্রথমে দক্ষিণ আফ্রিকায় এবং তার পর সর্বত্র। চিকিত্সকরা বলছেন টিকা এবং বুস্টার নেওয়া থাকলে ওমিক্রন তেমন বিপজ্জনক নয় আবার পাশাপাশি আসছে সতর্কবার্তাও কারণ ওমিক্রন এর আগের প্রকরণগুলোর চেয়েও অনেক বেশি সংক্রমণশীল । এ সব বিষয় নিয়েই কথা বলছিলেন , লন্ডন থেকে বিশিষ্ট চিকিত্সক ডা. জাকি রেজওয়ানা আনোয়ার । ওয়াশিংটন থেকে তাঁর সঙ্গে কথা বলেছেন , ভয়েস অফ আমেরিকার আনিস আহমেদ

XS
SM
MD
LG