প্রেসিডেন্ট জো বাইডেন এ বছরে তার প্রথম সংবাদ সম্মেলনে বলেন যে রাশিয়া-ইউক্রেন সংকট "নিয়ন্ত্রণের বাইরে (হাতের বাইরে) চলে যেতে পারে" বলে তিনি "উদ্বিগ্ন"। বাইডেন বলেন, আমি আশা করছি ভ্লাদিমির পুটিন বুঝতে পারেন যে পুরোপুরি পারমাণবিক যুদ্ধের মত কিছু হলে সেক্ষেত্রে বিশ্বব্যাপী আধিপত্য বিস্তারে পুটিন খুব ভাল অবস্থানে নেই"।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বার্লিনে পৌঁছেছেন। বৃহস্পতিবার তিনি ইউরোপের প্রধান মিত্রদের সাথে ইউক্রেন নিয়ে মস্কোর সাথে উত্তেজনা নিরসনে কূটনৈতিক চাপ প্রয়োগ নিয়ে আলোচনা করছেন। ব্লিংকেন শুক্রবার জেনেভায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরফের সাথে দেখা করবেন।
যুক্তরাষ্ট্রে ফাইভ জি সেল সার্ভিসের কারণে যুক্তরাষ্ট্রগামী বিমান চলাচলে যে বিঘ্ন ঘটে তা বুধবার হ্রাস পেয়েছে, কারণ কর্তৃপক্ষ আরও ফ্লাইট অনুমোদন করেছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন চিন্তিত যে ফাইভ জি পরিষেবা বিমান পরিচালনা যন্ত্র-সরঞ্জামে গোলযোগ সৃষ্টি করতে পারে।