অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেন-রাশিয়া সঙ্কট বিষয়ে আলোচনার জন্য  কিয়েভ সফরে জার্মানীর চ্যান্সেলর শোলজ 


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি স্বাগত জানাচ্ছেন জার্মানীর চ্যান্সেলর ওলাফ শোলজকে। (ছবি- ইউক্রেনের প্রেসিডেন্সি/হ্যান্ড আউট/ এএফপি)
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি স্বাগত জানাচ্ছেন জার্মানীর চ্যান্সেলর ওলাফ শোলজকে। (ছবি- ইউক্রেনের প্রেসিডেন্সি/হ্যান্ড আউট/ এএফপি)

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সোমবার কিয়েভে আলোচনার জন্য আগত জার্মানীর চ্যান্সেলর ওলাফ শোলজকে স্বাগত জানান। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের শঙ্কার মধ্যে, ইউক্রেনের প্রতি সংহতি প্রকাশ করছেন পশ্চিমা নেতারা।

শোলজ রাশিয়ার পক্ষ থেকে উত্তেজনা হ্রাস করার জন্য পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। তিনি মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের উদ্দেশ্যে মস্কো সফর করবেন। একটি টুইট বার্তায় শোলজ বলেন যে, “আর কোন সামরিক আগ্রাসন” গুরুতর পরিণতি ডেকে আনবে। তিনি আরও বলেন যে, রাশিয়ার কর্মকান্ড ইউরোপের শান্তির জন্য একটি বিশাল হুমকিস্বরূপ।

যদিও রাশিয়া আক্রমণ করলে তার বিপরীতে নির্দিষ্ট কোন পদক্ষেপের বিষয়ে পশ্চিমা সরকারগুলো কোন অঙ্গীকার করেনি, তবুও তারা জানিয়েছে যে তেমন পরিস্থিতিতে তারা রাশিয়ার বিরুদ্ধে অধিকতর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে।

জি-সেভেন দেশগুলোর অর্থমন্ত্রীরা সোমবার এক বিবৃতিতে বলেন, “আমাদের আশু অগ্রাধিকার হল পরিস্থিতিটির উত্তেজনা হ্রাসের প্রচেষ্টা সমর্থন করা।” বিবৃতিটিতে আরও বলা হয়, “তবে, আমরা আবারও এটা নির্দিষ্ট করে উল্লেখ করতে চাই যে, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আর যে কোন সামরিক আগ্রাসনের ক্ষেত্রে একটি দ্রুত, সমন্বিত ও শক্তিশালী জবাব দেয়া হবে। যৌথভাবে অর্থনৈতিক ও আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করতে আমরা প্রস্তুত, যার ফলে রাশিয়ার অর্থনীতিতে অবিলম্বে ব্যাপক প্রভাব পড়বে।”

ইউক্রেন রবিবার অনুরোধ করেছে যাতে, রাশিয়া ও অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ (ওএসসিই) এর অন্যান্য সদস্যরা, রাশিয়ার সৈন্য স্থানান্তর বিষয়ে আলোচনা করতে দুই দিনের মধ্যে একটি বৈঠকে অংশ নেয়।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দ্যমিত্র্ কুলেবা একটি টুইট বার্তায় বলেন, “ওএসসিই অঞ্চলে নিরাপত্তার অখন্ডতা বিষয়ে রাশিয়া যে কথাটি বলে সে বিষয়ে রাশিয়া যদি আন্তরিক হয় তাহলে, উত্তেজনা হ্রাস করতে ও সকলের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের অবশ্যই সামরিক স্বচ্ছতা বিষয়ে প্রতিশ্রুতি পূরণ করতে হবে।”

ওএসসিই-তে যুক্তরাষ্ট্রের স্থায়ী মিশন, এ বিষয়ে তাদের সমর্থন প্রকাশ করে একটি বার্তায় বলে, “এখনই স্বচ্ছতা প্রকাশের সময়।”

XS
SM
MD
LG