যুক্তরাষ্ট্র সেনেটের ডেমোক্রেটরা বুধবার সুপ্রিম কোর্টের সম্ভাব্য রায়ের আগে নারীর গর্ভপাতের অধিকারগুলোকে আইনীভাবে লিপিবদ্ধ করতে ব্যর্থ হয় যা দেশব্যাপী জাতীয় গর্ভপাতের সাংবিধানিক অধিকারের বিলুপ্তি ঘটাতে পারে বা তাকে তীব্রভাবে সীমাবদ্ধ করতে পারে। বিলটি ৫১-৪৯ ভোটে পাশ করেনি।
প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার আমেরিকান কৃষকদের "মুক্তির মেরুদণ্ড" হিসাবে অভিহিত করেছেন। তিনি কৃষকদের শত শত মিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন এবং তাদেরকে বিশ্বব্যাপী শস্য ঘাটতি পূরণের আহ্বান জানিয়ে বলেছিলেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন আক্রমণের কারণে এমনটি ঘটেছে।
যুক্তরাষ্ট্র আল জাজিরার প্রবীণ সাংবাদিক ফিলিস্তিনি-আমেরিকান শিরীন আবু আকলেহকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে। আকলেহ দখলকৃত পশ্চিম তটে ইসরায়েলি সামরিক অভিযান কভার করার সময় বুধবার গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান।