ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত আমেরিকাস শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট জো বাইডেন নেতাদের আহ্বান জানিয়েছেন যাতে তারা গণতন্ত্র যে কাজ করে তা প্রমাণের চেষ্টা করেন। বাইডেন অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং ঐ অঞ্চলে স্বাস্থ্যসেবা ও খাদ্য সরবরাহ উন্নত করার পরিকল্পনা তুলে ধরেন। চীন ঐ অঞ্চলে প্রবেশের পথ প্রসারিত করছে বলে তিনি উল্লেখ করেন।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ বুধবার একটি বন্দুক নিয়ন্ত্রণ বিল পাস করেছে যার ফলে নির্দিষ্ট আগ্নেয়াস্ত্র কেনার ক্ষেত্রে ন্যূনতম বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করা হবে এবং বাড়িতে তৈরি বন্দুকের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। বিলটি সেনেটে পাস হওয়ার সম্ভাবনা ক্ষীণ কারণ এর জন্য ১০টি রিপাবলিকান ভোট প্রয়োজন।
আইনজীবীরা বুধবার জানিয়েছেন, ষ্পোর্টস ডাক্তার ল্যারি নাসারের যৌন নিপীড়ন থামাতে ব্যর্থ হওয়ার জন্য স্বর্ণপদকপ্রাপ্ত সিমোন বাইলসসহ নিপীড়নের শিকার বেশ কয়েকজন অলিম্পিক জিমন্যাস্ট এফবিআইএর কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ ১ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ দাবী করেছেন। তারা বলছেন, ২০১৫ সালে এফবিআই এজেন্টরা জানতেন যে নাসারের বিরুদ্ধে জিমন্যাস্টরা যৌন নিপীড়নের অভিযোগ এনেছিল কিন্তু তারা সেসময় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।