কম্বোডিয়ার মেকং নদীতে বিশ্বের সবচেয়ে বড় একটি মিঠা পানির মাছ ধরা পড়েছে বলে যুক্তরাষ্ট্র ও কম্বোডিয়ার বিজ্ঞানীরা জানিয়েছেন।
দৈত্যাকার ওই স্টিংরে মাছটির মাথা থেকে লেজ পর্যন্ত দৈর্ঘ্য প্রায় চার মিটার (১৩ফুট) এবং ওজন ৩০০ কিলোগ্রাম (৬৬১পাউন্ড) এর মতো।
গত ১৩ জুন রাতে স্টাং ট্রেং শহরের দক্ষিণে স্থানীয় এক জেলের হাতে ধরা পরে ওই স্টিংরে মাছটি।
তবে ধরা হলেও, ট্যাগ লাগিয়ে মাছটিকে পরে আবার পানিতে ছেড়ে দেওয়া হয়। (এপি)