অ্যাকসেসিবিলিটি লিংক

Youtube.mp4


Youtube.mp4
please wait
Embed

No media source currently available

0:00 0:00:50 0:00

স্পেনের রাজা ও রানী রাজপ্রাসাদের নৈশ ভোজে নেটো নেতাদের স্বাগত জানাচ্ছেন।

-

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র ইউরোপে তার সামরিক উপস্থিতি আরও জোরদার করছে। যার মধ্যে স্পেনে অতিরিক্ত নৌ-বিধ্বংসী অস্ত্র মোতায়েন এবং অন্যত্র আরও সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র।

৩০-জাতির জোট, নেটো শীর্ষ সম্মেলনের জন্য মাদ্রিদে পৌঁছে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র পোল্যান্ডে আমেরিকান ৫ম আর্মি কোরের জন্য একটি স্থায়ী সদর দপ্তর স্থাপন করবে। তিনি ব্রিটেনের কাছে দুটি অতিরিক্ত এফ-৩৫ যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দেন। এছাড়া তিনি ৩,০০০ সৈন্যের একটি পালাক্রমিক ব্রিগেড এবং আরও ২,০০০ কর্মীকে রোমানিয়াতে সদর দফতরে পাঠানোর কথা বলেন।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, "আজ আমি ঘোষণা করছি, পরিবর্তিত নিরাপত্তা পরিবেশ মোকাবিলায় ইউরোপে সামরিক শক্তি বাড়াবে যুক্তরাষ্ট্র, সেইসাথে আমাদের যৌথ নিরাপত্তা বাবস্থাও জোরদার করা হবে।"

ইউক্রেনের জন্য সমর্থন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গঠিত পশ্চিমের সামরিক জোটটি কীভাবে বর্তমান এবং ভবিষ্যত চ্যালেঞ্জগুলির মোকাবেলায় খাপ খাইয়ে নেবে, সে ব্যাপারে আলোচনা করতে নেটো নেতারা শীর্ষ সম্মেলনে মাদ্রিদে একত্রিত হয়েছেন।

XS
SM
MD
LG