এক আমেরিকান কর্মকর্তাকে উদ্ধৃত করে সংবাদ প্রতিবেদনগুলোতে বলা হয়েছে যে তাইওয়ানের উপর চীনের দাবি নিয়ে ওয়াশিংটন এবং বেইজিংয়ের মধ্যে নতুন উত্তেজনা শুরুর পর বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত চার মাসের মধ্যে এই প্রথমবার আলোচনা করবেন।
চীন বুধবার হুঁশিয়ারি দিয়েছে যে যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করলে ওয়াশিংটনকে এর “পরিণাম ভোগ করতে হবে।” গত সপ্তাহে প্রতিবেদনে উঠে আসে যে পেলোসি আগস্টে তাইওয়ান যেতে পারেন। পেলোসি তাইওয়ান সফরের পরিকল্পনা নিশ্চিত করেননি।
আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মঙ্গলবার ২০২০ সালের নির্বাচনে জেতার মিথ্যা দাবির পুনরাবৃত্তি করেছেন। নীতি বিষয়ক একটি বিস্তৃত বক্তৃতার সময় তিনি ঐ মন্তব্য করেন। ট্রাম্প ইঙ্গিত দেন যে তিনি ২০২৪শে আবার নির্বাচনে দাঁড়াতে পারেন। ৬ই জানুয়ারি কমিটি গত বছর ক্যাপিটল ভবনে দাঙ্গায় তার ভূমিকা খতিয়ে দেখছে।