অ্যাকসেসিবিলিটি লিংক

নতুন গিনেস বিশ্ব রেকর্ড গড়লো শিকাগোর কিশোর-কিশোরীরা


বৃহস্পতিবার শিকাগোতে কিশোর-কিশোরীদের শক্তি লক্ষ্য করা গেছে যখন তারা কর্ণ-পপ্স ও রাইস ক্রিস্পি নিয়ে এক প্রদর্শনীতে অংশ নেয়। নতুন গিনেস বিশ্ব রেকর্ড গড়েছে তারা।

কেলগস’এর দেয়া পাঁচ হাজার বক্স সিরিয়াল ব্যবহার করে শিকাগো চিলড্রেন ইউনাইটেড ফর ইউক্রেনের সদস্যরা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে। এর থেকে আয়কৃত অর্থ অলাভজনক প্রতিষ্ঠান রাজমকে দেয়া হবে ইউক্রেনকে সাহায্য করার জন্য।

শিকাগো শহরের উইনট্রাস্ট ফাইনান্সিয়াল কর্পোরেশনের গ্র্যান্ড ব্যাংকিং হলের মেঝেতে এই কিশোর-কিশোরীরা কর্ণ-পপ্সের হলুদ বাক্স ও রাইস ক্রিস্পির নীল বাক্স দিয়ে ইউক্রেনের বিশাল এক পতাকা তৈরি করে।

এই কিশোর-কিশোরীরা শুধু ইউক্রেনকে সাহায্য করছে তাই নয়, তাদের স্থানীয় সমাজকেও সাহায্য করছে।

এ পর্যন্ত ৭০জন দাতা সিসিইউক ‘র এই উদ্যোগের জন্য ১৫ হাজার ডলারের নিচে অর্থ প্রদান করেছে।

(রয়টার্স)

XS
SM
MD
LG