যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত তবে রুশ নেতার ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শেষ করার আগ্রহ থাকতে হবে। বাইডেন জোর দিয়ে বলেন, নেটো মিত্রদের সঙ্গে আলোচনা করেই তিনি পুতিনের সঙ্গে কথা বলবেন। ক্রেমলিন শুক্রবার জানিয়েছে, “আমাদের স্বার্থ নিশ্চিত করার জন্য” ইউক্রেনের বিষয়ে আলোচনায় রাজি বলে পুতিন মন্তব্য করেন।
রোনাল্ড রেগ্যান ইন্সটিটিউটের একটি বার্ষিক জরিপ বলছে বেশিরভাগ আমেরিকান (৫৭%) বিশ্বাস করেন যে রাশিয়ান আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের লড়াইয়ে তাদেকে সহায়তা দেওয়া যুক্তরাষ্ট্রের অব্যাহত রাখা উচিত। তবে উত্তরদাতাদের এক-তৃতীয়াংশ (৩৩%) বলেছেন, তারা বিশ্বাস করেন যে যুক্তরাষ্ট্রের পক্ষে এই ভার বহন করা সম্ভব নয়।
হোয়াইট হাউজ জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার ম্যাসাচুসেটসের বোস্টনে প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলসকে স্বাগত জানাবেন। প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেইট গত আট বছরের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফর করছেন।