যুক্তরাষ্ট্রের জিওলজিকাল সার্ভে দ্বারা ৫ ডিসেম্বর সোমবার তোলা ভিডিওতে হাওয়াইয়ের মাউনা লোয়ার উত্তর-পূর্ব রিফ্ট জোনে ফিসার থ্রি অগ্ন্যুৎপাত দেখা যাচ্ছে, এটি বিশ্বের বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি যেখানে ২৭ নভেম্বর থেকে অগ্ন্যুৎপাত হচ্ছে৷
মাউনা লোয়া প্রশান্ত মহাসাগর থেকে ১৩,৬৭৯ ফুট (৪,১৬৯ মিটার) উপরে অবস্থিত, এটি আগ্নেয়গিরির একটি গুচ্ছের অংশ যা হাওয়াই দ্বীপগুলি তৈরি করেছিল। এখানে শেষ ১৯৮৪ সালে অগ্ন্যুৎপাত হয়েছিল।