যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রাইনার রাশিয়ায় প্রায় ১০ মাস আটক থাকার পর বিমানে করে শুক্রবার স্বদেশে ফেরত এসেছেন। বন্দী বিনিময়ের আওতায় তাকে বৃহস্পতিবার মুক্তি দেয়া হয়।
হাউজ অফ রেপ্রেজেনটেটিভস একটি বিল পাশ করেছে যার আওতায় আগামি বছর প্রতিরক্ষা খাতের জন্য ৮৫৮ বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে। প্রেসিডেন্ট বাইডেনের প্রস্তাবের চাইতে এটি ৪৫ বিলিয়ন বেশি।
নিউ ইয়র্ক টাইমসের ১ হাজারের বেশি সাংবাদিক এবং কর্মী বৃহস্পতিবার ২৪ ঘন্টার ধর্মঘট করে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির প্রেক্ষাপটে তাদের বেতন বৃদ্ধির দাবি কর্তৃপক্ষ না মানায় ঐ ধর্মঘট হয়।