ক্যালিফোর্নিয়া রাজ্যে বুধবার জরুরি অবস্থা ঘোষণা করা হয়। স্যান্টা ক্রুজ কাউন্টিতে প্রবল বাতাস ও বৃষ্টিসহ শক্তিশালী ঝড়ের আগে বাধ্যতামূলকভাবে এলাকাবাসীদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খরা কবলিত পশ্চিমা রাজ্যে গত সপ্তাহে তিনটি তথাকথিত এটমোস্ফিয়ারিক রিভার ষ্টর্মের মধ্যে এটি একটি।
নেভাডার লাস ভেগাসে বৃহস্পতিবার প্রযুক্তি শিল্পসামগ্রীর বার্ষিক শো সিইএস শুরু হয়েছে। কোম্পানিগুলো তাদের ভার্চুয়াল বাস্তবতা, রোবোটিক্স এবং ভোক্তা উদ্ভাবিত সামগ্রীগুলো সংবাদমাধ্যম এবং অন্যদের জন্য প্রদর্শন করবে।
ইউটা রাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে যে দক্ষিণাঞ্চলে বুধবার একটি বাড়িতে পাঁচজন শিশুসহ আটজনকে গুলিবিদ্ধ মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি জনসাধারণের জন্য হুমকি হতে পারে এমন কিছু তারা খুঁজে পায়নি এবং এ বিষয়ে বিস্তারিত তারা জানায়নি।