যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর মঙ্গলবার মেক্সিকো সিটিতে এক শীর্ষ সম্মেলনে মিলিত হন। তারা বলেন, দুদিনের বৈঠকের পর তারা আঞ্চলিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করে তুলেছেন।
প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তার আইনজীবীরা “যা করা উচিত ছিল সেটাই করেছেন” যখন তারা ওয়াশিংটনে তার একটি সাবেক অফিস থেকে সরকারি রেকর্ড আবিষ্কারের পর ন্যাশনাল আর্কাইভে খবর দেন। বিচার বিভাগ বিষয়টি পর্যালোচনা করছে।
পেন্টাগন মঙ্গলবার ঘোষণা করেছে, আগামী সপ্তাহ থেকে ওকলাহোমায় সামরিক ঘাঁটি ফোর্ট সিলে ইউক্রেনীয় সেনাদের জন্য প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের প্রশিক্ষণ শুরু হবে। ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য একটি প্যাট্রিয়ট ব্যাটারি দেয়ার এবং জার্মানি গত সপ্তাহে একটি অতিরিক্ত ব্যাটারি দেয়ার প্রতিশ্রুতি দেয়।