যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ঘোষণা করেছেন যে “আমেরিকায় ঘৃণা জয়ী হবে না।” তিনি প্রয়াত নাগরিক অধিকার নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের স্মরণে পালিত জাতীয় ছুটির দিনে তাঁর কথা স্মরণ করেন।
প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রশিক্ষণ গ্রহণের জন্য ইউক্রেনের প্রায় ১’শ সৈন্য সোমবার ওকলাহোমার ফোর্ট সিলে পৌঁছেছে। ঐ ক্ষেপণাস্ত্র ভূমি থেকে আকাশে ছোঁড়া সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুকে আঘাত করে। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ডিসেম্বরে একটি প্যাট্রিয়ট ব্যাটারি এবং জার্মানি আরও একটি ব্যাটারি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ক দূত জন কেরি মঙ্গলবার সতর্ক করে দিয়ে বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্বের সময় ফুরিয়ে আসছে। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দ্বিতীয় দিনের আলোচনায় কেরি ঐ মন্তব্য করেন।