যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের পুলিশ জানিয়েছে, সান ফ্রান্সিসকোর দক্ষিণে দুটি কৃষি কারখানায় বন্দুক সহিংসতায় সাতজন নিহত হয়েছে। সন্দেহভাজন ৬৭ বছর বয়সী চুনলি ঝাও গাড়ি চালিয়ে একটি পুলিশ স্টেশনের পার্কিং লটে গিয়ে ধরা দিলে তাকেগ্রেপ্তার করা হয়।
এফবিআইয়ের সাবেক ঊর্ধতন গোয়েন্দা কর্মকর্তা চার্লস ম্যাকগোনিগালের বিরুদ্ধে রাশিয়ার ধনকুবের ওলেগ ডেরিপাস্কাকে সহায়তাকরার যে অভিযোগ দায়ের করা হয়, এ ব্যাপারে সোমবার নিউইয়র্কে তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। তিনি যুক্তরাষ্ট্রআরোপিত নিষেধাজ্ঞা অমান্য করেছেন বলে অভিযোগ ম্যাকগোনিগাল ২০১৮ সালে অবসর গ্রহণের আগে ডেরিপাস্কাসহরাশিয়ান ধনবান ব্যক্তিদের তদন্তের দায়িত্বে ছিলেন।
যুক্তরাষ্ট্রে ডিমের পাইকারি দাম কমছে তবে দোকানগুলিতে ভোক্তাদের জন্য কমমূল্য পেতে চার থেকে ছয় মাসসময় লাগতে পারে। বার্ড ফ্লুর প্রাদুর্ভাবের কারণে ডিমের দাম আগের বছরের তুলনায় ১৩৮ শতাংশ মূল্য বৃদ্ধিতেপ্রতি ডজনের মূল্য ৪ ডলার ২৫ সেন্ট দাঁড়িয়েছে।