সোমবার, ৮ মে, সুদানে গণৃহযুদ্ধের কারণে আটকে পরা প্রবাসীদের ১৩৬ জনের একটি দল পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, বাংলাদেশ দুতাবাস, সুদান ও রিয়াদ এবং কনসুলেট জেনারেল অফিস, জেদ্দা, আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (IOM), বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং সৌদি সরকারের যৌথ সহযোগিতায় সৌদি আরবের জেদ্দা থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকালে অবতরণ করে। সুদান থেকে স্বদেশে ফেরার জন্য অপেক্ষারত ৬৮০ বাংলাদেশি নাগরিকের মধ্যে ১৩৬ জনকে সমন্বিত উদ্যোগে ফিরিয়ে আনা হলো।