১৮ জানুয়ারি, বৃহস্পতিবার ভারতের পশ্চিমাঞ্চলে এক হ্রদে একটি যাত্রীবাহী নৌকা উল্টে যায়। এই নৌকায় ২৫ জন ছাত্র ও দুইজন শিক্ষকসহ ২৭ জন যাত্রী ছিলো।
স্থানীয় সংবাদ সংস্থা জানিয়েছে, এই ঘটনায় অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে।
দমকল কর্মী ও ডুবুরিসহ উদ্ধারকর্মীদের এই হ্রদে তল্লাশি করতে দেখা গেছে। জীবিতদের সন্ধান করতে তারা সময়ের সাথে লড়ছিলেন। (রয়টার্স)