ডিপিএস সৈন্যরা, এল পাসোর কাছে যুক্তরাষ্ট্রের সীমান্তে অবস্থান নেয়, শুক্রবার, ২২ মার্চ, অভিবাসী প্রত্যাশীদের ভিড়ের উপর প্রাণনাশী নয় এমন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, কাঁটা তারের বেড়া ভেঙে ফেলার চেষ্টা করে। প্রজেক্টাইলের প্রকৃতি সম্পর্কে অনিশ্চয়তা রয়েছে, কারণ এতে কোন গন্ধ ছিলো না। তবে উত্তেজনা বাড়তে থাকে।
যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত বুধবার, রিপাবলিকান-সমর্থিত টেক্সাস আইনকে অবরুদ্ধ করা চালিয়ে যাবে কিনা তা নিয়ে যুক্তি শুনানি শুরু করেছে । এই আইন রাজ্য কর্তৃপক্ষকে অবৈধভাবে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত অতিক্রম করার জন্য অভিবাসীদের গ্রেপ্তার এবং বিচার করার ক্ষমতা দেবে।
টেক্সাস আইন নিয়ে বিরোধ রিপাবলিকান রাজ্যের কর্মকর্তাদের এবং বাইডেন প্রশাসনের মধ্যে সীমান্তে পুলিশ দেওয়ার রাজ্যের ক্ষমতা নিয়ে একাধিক আইনি লড়াইয়ের মধ্যে একটি। টেক্সাসের কর্মকর্তারা অবৈধ ভাবে সীমান্ত অতিক্রমের জন্য বাইডেনকে দায়ী করেছেন। তারা বলেছেন এতে করে রাজ্যের সম্পদ নিঃশেষ করা হয় এবং জননিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দেয়া হয়। (রয়টার্স)