যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা রুয়ান্ডার ১৯৯৪ সালের গণহত্যার ৩০ তম বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন।
রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে এবং তার স্ত্রী রাজধানী কিগালিতে অবস্থিত কিগালি গণহত্যা মেমোরিয়ালে গণহত্যার নিহতদের স্মরণে শিখা জ্বালিয়ে অনুষ্ঠানটির সূচনা করেন।
তিন দশক আগে হুটু চরমপন্থীদের দ্বারা পরিচালিত একটি ভয়ঙ্কর অভিযান রুয়ান্ডাকে ছিন্নভিন্ন করে দেয়। এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর উপর ঝাঁপিয়ে পড়ে। এর ফলশ্রুতিতে, তা ২০ শতকের সবচেয়ে রক্তক্ষয়ী গণহত্যাগুলির মধ্যে একটিতে পরিণত হয়।
৩০ বছর পর রুয়ান্ডা সেই গণহত্যার শিকারদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে।
১৯৯৪ সালের জুলাই মাসে রুয়ান্ডার প্যাট্রিয়টিক ফ্রন্ট (আরপিএফ) নামক বিদ্রোহী মিলিশিয়া কিগালি দখল করা আগ পর্যন্ত দীর্ঘ ১০০ দিন ধরে হত্যাকাণ্ড অব্যাহত ছিল।
ঐ হত্যাযজ্ঞে ৮০,০০০ মানুষ প্রাণ হারায়, যার মধ্যে বেশিরভাগই ছিলেন টুটসি। সেইসঙ্গে ছিলেন কিছু মধ্যপন্থী হুটু।
৩০ বছর পূর্তির অনুষ্ঠানে আরও যোগ দেন দক্ষিণ আফ্রিকার সাবেক ফার্স্ট লেডি, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার স্ত্রী গ্রাকা মাচেল এবং দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির।