২৯ এপ্রিল, সোমবার পশ্চিম তীরের উত্তরাঞ্চলের শহর নাবলুসের কাছে মাউন্ট গেরিজিমের চূড়ায় পাসওভার অনুষ্ঠানে অংশ নিলেন সামারিটানরা।
ইসরায়েল ও নাবলাস এলাকায় বসবাসকারী সামারিটানরা কয়েকশো জনের একটি জনগোষ্ঠী। বাইবেল কথিত মুসা নবীর নেতৃত্বে যে প্রাচীন ইসরায়েলিরা মিশর থেকে বেরিয়ে এসেছিলেন, এরা নিজেদের তাদেরই উত্তরসূরি বলে মনে করেন। (এএফপি)