যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের দক্ষিণাঞ্চল প্রবল বৃষ্টিপাত এবং বন্যা কবলিত হওয়ার কারণে স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তারা রাপিডান বাঁধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪র
কয়েকদিন ধরে জলের স্তর বৃদ্ধির কারণে ব্লু আর্থ রিভার নদীর ধারে বর্জ্য জমেছে, এবং মিনিয়াপলিসের দক্ষিণ-পশ্চিমে ৯১.৬ মাইল বা ১৪৭.৪ কিমি দূরে অবস্থিত র্যাপিডান বাঁধটি বর্তমানে ঝুঁকিতে রয়েছে।
ফেডারেল এনার্জি রেগুলেটরি কমিশন (এফইআরসি) সহ ক্রুরা এখনও বাঁধের নিরীক্ষণ এবং মূল্যায়ন চালিয়ে যাচ্ছেন। নদীর ধারে বসবাসকারী লোকজনও বাঁধটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন, এবং তাদের সতর্ক থাকতে বলা হয়েছে।