দমকলকর্মীরা ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চল জুড়ে ছড়িয়ে পড়া দাবানল রুখতে কাজ করছেন। ২ জুলাই মঙ্গলবার এই অঞ্চলে দীর্ঘায়িত তাপপ্রবাহের মধ্যে হওয়া দাবানল হাজার হাজার মানুষকে সরিয়ে নিতে বাধ্য করছে।
দ্রুত ছড়িয়ে পড়া আগুনের ওপর হেলিকপ্টার থেকে পানি ছিটানো হয়। আগুনের লেলিহান শিখা যাতে বাড়িঘর পর্যন্ত পৌঁছাতে না পারে সেজন্য দমকলকর্মীরা রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন।
মঙ্গলবার রাতে গভর্নরের কার্যালয় ঘোষণা করেছে, অগ্নিনির্বাপণ প্রচেষ্টায় সহায়তা করার জন্য ফেডারেল অর্থায়ন অনুমোদিত হয়েছে। (এপি)