অ্যাকসেসিবিলিটি লিংক

ছাত্রলীগ এবং কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ

ঢাকা কলেজের সামনে ছাত্রলীগ এবং কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষ, মঙ্গলবার, ১৬ জুলাই।

ছাত্রলীগের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষের পর সোমবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক হলের নিয়ন্ত্রণ নেয় শিক্ষার্থীরা।

সোমবার (১৫ জুলাই) কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর রড ও লাঠিসোটা নিয়ে হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর আবার হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এমন প্রেক্ষাপটে, তিনটি হল থেকে শিক্ষার্থীরা পাল্টা হামলা চালায় এবং ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া করে।

সংঘর্ষের ফলে ক্যাম্পাসে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে, অনেক শিক্ষার্থী গভীর রাতে এবং মঙ্গলবার (১৬ জুলাই) ভোরে তাদের জিনিসপত্র নিয়ে হল থেকে পালিয়ে গেছেন।


XS
SM
MD
LG