ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিক এই ফটো গ্যালারিতে বেইজিংয়ের দিয়াওতাই স্টেট গেস্ট হাউসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠককালে, এবং তার আগে প্রধানমন্ত্রী লি কিয়াং-এর সঙ্গে দেখা যাচ্ছে।
মেলোনি এই সপ্তাহে চীনে একটি সরকারী সফরে রয়েছেন। একদিকে ইউরোপীয় ইউনিয়নের সাথে চীনের বাণিজ্য যুদ্ধের আশঙ্কা এবং অন্যদিকে গাড়ি নির্মাণ ও অন্যান্য খাতে চীনা বিনিয়োগ আকর্ষণে অব্যাহত আগ্রহ বজায় রাখার উদ্দেশ্যে তিনি দুই দেশের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করছেন।