যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান বুধবার সিঙ্গাপুরে একটি পরমাণু সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেছেন। সিঙ্গাপুর জানিয়েছে যে তারা নতুন ক্লিন এনার্জি প্রযুক্তি স্থাপন এবং অত্যাধুনিক পারমাণবিক প্রযুক্তি সম্পর্কেও জানার আগ্রহ রাখে।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস মঙ্গলবার রাতে জর্জিয়ার আটলান্টায় এক প্রচারণা সমাবেশ করেন। সেখানে তিনি বৈরুতের একটি অ্যাপার্টমেন্ট ভবনে ইসরায়েলের বিমান হামলার কয়েক ঘণ্টা পর 'দ্ব্যর্থহীনভাবে' ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেন।
সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের রানিং মেট জেডি ভ্যান্স মঙ্গলবার নেভাডার রিনোতে নির্বাচনী প্রচারণার জন্য যাত্রা বিরতি করেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে আর মাত্র ১০০ দিনেরও কম সময় বাকী।