অ্যাকসেসিবিলিটি লিংক

হিজবুল্লাহ বলছে, ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত ভবনে একজন শীর্ষ কমান্ডার ছিলেন


হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুর, যিনি বুধবার (৩০ জুলাই) বৈরুতে বিমান হামলায় নিহত হয়েছেন বলে ইসরায়েল দাবী করেছে। ছবিটি হিজবুল্লাহর মিডিয়া দফতর ৩১ জুলাই, ২০২৪ বিতরণ করে।
হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুর, যিনি বুধবার (৩০ জুলাই) বৈরুতে বিমান হামলায় নিহত হয়েছেন বলে ইসরায়েল দাবী করেছে। ছবিটি হিজবুল্লাহর মিডিয়া দফতর ৩১ জুলাই, ২০২৪ বিতরণ করে।

বৈরুতে বুধবারের বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত হয়েছে বলে ইসরায়েলের দাবীর পর, লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী বলেছে তারা কমান্ডারের মৃতদেহের জন্য তল্লাশি চালাচ্ছে।

হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার ইসরায়েলি বাহিনী যে ভবনে হামলা চালিয়েছে সেখানে ফুয়াদ শুকুর ছিলেন।

ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির একটি ফুটবল মাঠে খেলতে গিয়ে শনিবারের রকেট হামলায় ১২ শিশু নিহত হওয়ার ঘটনায় শুকুর দায়ী বলে দাবী করে ইসরায়েলিরা।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট বলেন, “আজ রাতে হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডারকে নির্মূল করতে সুনির্দিষ্ট ও পেশাদার অভিযান পরিচালনা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। আজ রাতে আমরা দেখয়েছি যে, আমাদের জনগণের রক্তের একটা মূল্য আছে, আর আমাদের বাহিনীর নাগালের বাইরে কোনো জায়গা নেই।”

শুকুরকে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর সামরিক উপদেষ্টা মনে করা হয়। তিনি দীর্ঘদিন ধরে হিজবুল্লয়ায় সক্রিয় ছিলেন, যাদের যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে গণ্য করে।

যুক্তরাষ্ট্র ২০১৫ সালে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং ১৯৮৩ সালে বৈরুতে যুক্তরাষ্ট্রের মেরিন ব্যারাকে বোমা হামলায় জড়িত থাকার সন্দেহে যুক্তরাষ্ট্র তাকে খুঁজছিল।

লেবাননের বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি বিমান হামলায় এই ভবনটি ক্ষতিগ্রস্ত হয়। ৩০ জুলাই, ২০২৪।
লেবাননের বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি বিমান হামলায় এই ভবনটি ক্ষতিগ্রস্ত হয়। ৩০ জুলাই, ২০২৪।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, রাজধানীর হারেত হ্রেইক মহল্লায় হিজবুল্লাহর শুরা কাউন্সিলের কাছের এলাকা লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়।

লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলায় ৭৪ জন আহত হয়েছে।

বৈরুতের ঘনবসতিপূর্ণ দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হামলায় জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফান ডুজারিক এক বিবৃতিতে বলেন, “যেহেতু আমরা পরিস্থিতি সম্পর্কে আরও স্পষ্টতার অপেক্ষায় আছি, তাই আমরা আবারও পক্ষগুলোকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি এবং আরও উত্তেজনা বৃদ্ধি এড়াতে সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাচ্ছি।”

ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির মাজদাল শামসের দ্রুজ গ্রামে শনিবারের হামলার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হিজবুল্লাহকে দায়ী করেছে। তবে হিজবুল্লাহ সে দায় অস্বীকার করেছে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG